স্টার সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে দুটি ব্লকবাস্টার হলিউড মুভি। একটি ম্যাট রিভস পরিচালিত সায়েন্স ফিকশন ছবি 'ডন অব দ্য প্ল্যানেট অব দ্য এপস' এবং অন্যটি লুক বেসন পরিচালিত 'লুসি'।
২০১১ সালে মুক্তিপ্রাপ্ত 'রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য এপস' ছবির সিক্যুয়াল 'ডন অব দ্য প্ল্যানেট অব দ্য এপস'। ১৭০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের ছবিটি গত ১১ জুলাই ৩ হাজার ৯৬৭টি থিয়েটারে মুক্তি পেয়েছে। সপ্তাহজুড়ে আয় করে ১৭৩ মিলিয়ন মার্কিন ডলার। অস্তিত্ব টিকিয়ে রাখতে মানুষের বিরুদ্ধে সিজার ও তার বাহিনীর লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে 'রাইজ অব দ্য প্ল্যানেট এপস'।
অন্যদিকে লুক বেসন পরিচালিত 'লুসি' ছবির লুসি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী স্কারলেট জোহানসন। ২৫ জুলাই মুক্তিপ্রাপ্ত ছবিটি এরই মধ্যে দারুণ সাড়া পেয়েছে। লুসি এক ধরনের ড্রাগস নেন, যেটি তার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। তবে তার মানবিকতাবোধ কমিয়ে আনে। মুক্তির পরপরই বক্স অফিস মাত করে ছবিটি।