তৃতীয়বারের মতো চলচ্চিত্রে অভিনয় করছেন হিল্লোল। তার অভিনীত প্রথম চলচ্চিত্র শঙ্খদাস গুপ্তের 'হ্যালো অমিত'। এরপর অভিনয় করেন রেদওয়ান রনির 'চোরাবালি'তে। এবারের ছবির নাম 'ভোলা তো যায় না তারে'। এটি পরিচালনা করছেন রফিক শিকদার। ১১ আগস্ট ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।
হিন্দু ও মুসলিম পরিবার নিয়ে ছবির গল্প। রুদ্র মুসলিম ঘরের ছেলে আর নীলাঞ্জনী হিন্দু পরিবারের মেয়ে। মেয়েটির বিয়ে হয়। বিয়ের পর তার স্বামী জানতে পারে মেয়েটির আগের প্রেমের কথা। ছবিতে স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন হিল্লোল। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিরব ও তানহা। ছবিটি প্রযোজনা করছে ধলেশ্বরী ফিল্মস।