সালমান খান বরাবরই অসহায় মানুষের পাশে দাঁড়ান। তারকাখ্যাতি ছাড়াও মহানুভব মানুষ হিসেবেও ভক্তদের হৃদয়ে ঠাঁই পেয়েছেন তিনি। বিয়িং হিউম্যান নামের দাতব্য সংস্থা চালান সালমান। এবার তার 'কিক' ছবিটি শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করে আবারও মহত্ত্বের পরিচয় দিলেন তিনি। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বিশেষ প্রদর্শনী 'বীর' নামে একটি বিশেষ প্রচারণার অংশ হিসেবে বেঙ্গালুরু, নয়ডা ও মুম্বাইয়ে। এক টুইটার বার্তায় সালমান এ তথ্য জানান।
'কিক' ছবির বিশেষ এই প্রদর্শনের পেছনে ছিল বিয়িং হিউম্যান সংস্থাটি। ভারতে সুবিধাবঞ্চিত শিশুর লেখাপড়া ও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কাজ করছে সালমান খান পরিচালিত বিয়িং হিউম্যান।