খুব শীঘ্রই সংসারে ঢুকছেন ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি। আসলে তারা ঘর করছেন বহুদিন। সম্প্রতি স্বামী-সংসার নিয়ে চমৎকার কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন জোলি। জোলির চোখে ব্র্যাড পিট সংসারী মানুষ।
২০১২ সালে জোলি-পিটের বাগদান হয়েছে। জোলি মনে করেন, পিট ও তিনি 'দম্পতি হিসেবে পরিণত' হয়েছেন। জোলি আরও বলেন, 'যখন প্রথম কাছে আসা হয়, তখনই সম্পর্ক গড়ে ওঠে। এটা দারুণ একটা বিষয়। কিন্তু আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, আমাদের সন্তান আছে। এটা অন্য ধরনের ভালোবাসা।' দাম্পত্য নিয়ে জোলি বলেন, 'এটা শুধু প্রেমিক, অংশীদার বা বন্ধুত্ব নয়, এটা সংসারী মানুষের কথা।