আজ 'কুহক জাল'
আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে থিয়েটার (বেইলী রোড) এর নাটক 'কুহক জাল'। মাসুম রেজার রচনায় নাটকটির নির্দেশনায় রয়েছেন ত্রপা মজুমদার। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার, কাউসার রাজীব, শাওন প্রমুখ।
কাল শিল্পকলায় ইকেবানা ফেস্টিভ্যাল
বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের আয়োজনে শিল্পকলা একাডেমির চিত্রশালায় কাল শুরু হচ্ছে দুই দিনব্যাপী ইকেবানা ফেস্টিভ্যাল। ওইদিন বিকাল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
২০ আগস্ট 'দেবী সুলতানা'
আগামী ২০ আগস্ট শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হবে আলোর মঞ্চ-যাত্রা ও নাট্যচর্চা কেন্দ্রের যাত্রাপালা 'দেবী সুলতানা'। ভৈরবনাথ বন্দ্যোপাধ্যায়ের রচনায় যাত্রাপালাটির নির্দেশনায় রয়েছেন আজহারুল ইসলাম চঞ্চল।
আজ থেকে সেলিম আল দীনের অনুষ্ঠানমালা
নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নাটকের সংগঠন স্বপ্নদল'-এর আয়োজনে আজ শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠামালা। এ ছাড়াও ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতেও অনুষ্ঠিত হবে এ আয়োজনের নানা অনুষ্ঠানমালা। আলোচনা, সেমিনার ও নাটক মঞ্চায়ন দিয়ে সাজানো হয়েছে পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানমালা। অনুষ্ঠানমালায় স্বপ্নদলের প্রযোজনায় মঞ্চায়ন হবে 'ফেস্টুনে লেখা স্মৃতি, ও 'হরগজ', জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় মঞ্চায়ন হবে 'যৈবতী কন্যার মন' ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় 'জন্ডিস ও বিবিধ বেলুন'। 'লাল জমিন' মঞ্চস্থ
গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয়েছে মোমেনা চৌধুরীর একক অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক 'লাল জমিন'। মান্নান হীরা রচিত নাটকটির নির্দেশনায় ছিলেন সুদীপ চক্রবর্তী। ১৪ বছর ছুঁই ছুঁই কিশোরীর দুই চোখজুড়ে মানিক বিলে আটক লাল পদ্মের জন্য প্রেম, মায়ামাখা অমলিন প্রত্যাশার হাতছানি।