ছবির জন্য কতকিছুই করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। কখনো ওজন বাড়াতে হয় তো কখনো কমাতে। এমনকি মাঝে মাঝে মাথার চুলও কামিয়ে ফেলতে হয়। 'বাজিরাও মাস্তানি' ছবিতে ন্যাড়া হয়ে উপস্থিত হবেন রণবীর সিং।
রণবীর জানান, ‘আমাকে অনেকেই না করেছিলো এমনটা করতে। তখন আমি বললাম, এই ছবিটি যদি কাজ করে তাহলে ইতিহাস তৈরি হবে। এমন পাওয়ার আশা আমি ছাড়তে পারি না।’
রণবীর আরোও জানান, ‘আমি সবসময় ঝুঁকি নিয়ে কাজ করতে পছন্দ করি। আমার ছবিগুলোতে কখনও নকল বা লোক দেখানো কিছু ব্যবহার করিনি।’