বলিউড কিং শাহরুখ খানকে একটি অনুষ্ঠানে ঘিরে ধরেন সাংবাদিকরা। প্রশ্ন করেন আমির খানের নগ্ন পোস্টার সম্পর্কে। রসিকতার সঙ্গে জবাব দিলেন শাহরুখ। বললেন, 'এখন আমরা একটি নগ্ন পোস্টার করতে যাচ্ছি। আর সেটি করবো সবাইকে নিয়ে।'
তিনি আরো বলেন, 'আমি কারো সঙ্গে তুলনা করতে চাই না। তাদের পোস্টার তাদের। আমাদের পোস্টার আমাদের। তাদের ছবি তাদের, আর আমাদের ছবি আমাদের। সব অভিনেতাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে। আমরা সবার ভালো কামনা করি। কারো সঙ্গে কারো তুলনা করার প্রয়োজন নেই। তুলনা করবে দর্শক।'
বলিউড বাদশা বলেন, 'প্রতিযোগিতা করতে হবে আপনার সর্বশেষ কাজের সঙ্গে। গতদিনের চেয়ে আজকের দিনটি ভালো হওয়া উচিত। কারো সঙ্গে প্রতিযোগিতার কোনো মানে নেই। এটা ভালো কাজের অন্তরায়। এটা তারাই করে, যাদের আত্মবিশ্বাস নেই।'