এ বছরে ‘বিগ বস’ সিজনে সালমান খান থাকবেন এমন খবর আগেই প্রকাশ হয়েছে। এবার সেই খবরকে আরও জোরদার করল কালার্স কতৃপক্ষ নিজেদের আসন্ন রিয়েলিটি শো’তে সলমনের নতুন লুক প্রকাশ করে।
গত বছরে ‘বিগ বস’ সিজনের থিম ছিল ডেভিল ভার্সেস অ্যাঞ্জেল। এই সিজনে পাইলট সেজে বিগ বসের ঘরে ঢুকে দর্শকদের স্যালুট জানালেন বলিউডের কোটির ক্লাবের এই নায়ক। গত ১৫ অগস্ট মুক্তি পেয়েছে ‘বিগ বস’ সিজন ৮ এর প্রথম টিজার। শোনা গেছে, এই রিয়েলিটি শো’টির প্রচার ভিডিও এই প্রথম শ্যুটিং হয়েছে দেশের বাইরে। শ্যুটিংটির জন্য গত মাসে সলমন পুরো টিমের সঙ্গে উড়ে গিয়েছিলেন ব্যাংককে।
সালমন খানের জন্য গত বছর টেলিভিশনের এই শো’টি অসম্ভব জনপ্রিয় হয়েছিল। তাই সালমানকে এই বছর সঞ্চালক রাখার জন্য পাঁচ থেকে ছয় কোটি টাকা অঙ্কের পারিশ্রমিক দিচ্ছে চ্যানেল কতৃপক্ষ।