আত্মহত্যার চেষ্টা করলেন হালের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। শনিবার নেত্রকোনায় নিজ বাড়িতে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ন্যান্সি। পরিবারের সদস্যরা টের পেয়ে হাসপাতালে নিয়ে যায়।
তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ক্যারিয়ারের উত্থান-পতন ও পারিবারিক নানা টানাপোড়েনে হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টা করেন আলোচিত এই সঙ্গীতশিল্পী।
এদিকে, কেন এবং কী কারণে ন্যান্সি এভাবে আত্মহত্যার চেষ্টা চালান তা সম্পর্কে সাংবাদিকদের কোন তথ্য দেয়নি ন্যান্সির স্বজনরা।
কেন ন্যান্সি আত্মহত্যার চেষ্টা করেছে এ বিষয়টি জানতে চাইলে তাঁর স্বজনরা সাংবাদিকদের এড়িয়ে যান। ন্যান্সির স্বামী ময়মনসিংহ পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদ জানান, আমি নিজেও জানি না কেন এ ঘটনা ঘটেছে।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকির হোসেন শনিবার রাত ৯ টায় সাংবাদিকদের জানান, জরুরি বিভাগে আসার পর ন্যান্সি আমাকে জানিয়েছেন শনিবার দুপুরে সে ব্রোমাজিপাম গ্রুপের ৪০ টি জিওনিল ট্যাবলেট খান। এর প্রায় এক ঘন্টা পর আরো ২০ টি ল্যাক্সিল ট্যাবলেট খান।