চিত্রনায়ক রিয়াজের সঙ্গে বিয়ের পর তিনা মিডিয়ায় আর কোনো কাজই করেননি। বিয়ের আগে তিনা ৪/৫টি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেই বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। দীর্ঘ আট বছর বিরতির পর তিনা মিডিয়ায় ফিরেছেন। স্বামী চিত্রনায়ক রিয়াজের সঙ্গে অভিনয় করছেন তিনি। শহিদ-উন নবীর পরিচালনায় ও নাঈমুল করিমের রচনায় 'সুগার ফ্রি চকলেট কেক' নাটকে তিনা রিয়াজের সঙ্গে অভিনয় করেছেন। বাস্তব জীবনের মতো নাটকেও তারা স্বামী-স্ত্রী হিসেবেই অভিনয় করেছেন। বুধবার সারা রাত শুটিংয়ের পর এর কাজ শেষ হয়েছে। কেমন লাগল দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে কাজ করতে? মৃদু হাসি দিয়ে তিনা বলেন, 'কিছুটা ভয় তো ছিলই। তবে যেহেতু আমার সঙ্গে রিয়াজ ছিল, তাই পরিবেশটা খুব ফ্রিলি ছিল। অনেক দিন পর কাজ করে সত্যিই ভীষণ ভালো লেগেছে।' তিনা বলেন, 'রিয়াজের বিশেষ অনুরোধেই এ নাটকে অভিনয় করা। কিন্তু নিয়মিত হওয়ার তেমন কোনো ইচ্ছে আপাতত নেই।' নাটকটিতে রিয়াজ ও তিনার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অহনা। নাটকে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, 'এখন তো নিয়মিতই নাটকে অভিনয় করছি। ভালোই লাগছে অভিনয় করতে।' নাটকটি প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া।