জয়া আহসান ভালো অভিনয় করেন, কিন্তু একেবারেই নাচতে পারেন না। অথচ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাচে পারদর্শী হওয়াটাও জরুরি। যেখানে কাঁচা জয়া। 'পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি' ছবিতে জয়ার নাচের দৈন্য প্রকাশ পেয়েছে। দর্শকও নাচ দেখে প্রচণ্ড বিরক্ত হয়েছে। অনেকে প্রেক্ষাগৃহে ছবি দেখার সময় এও বলেছেন, 'এটা কি রোবট নাচছে নাকি জয়া'।
শুধু নাচেই তিনি বিরক্তিকর ছিল না, নাচের সময় জয়ার এক্সপ্রেশনও ছিল সমান বিরক্তিকর।
জয়া এখন মরিয়া হয়ে উঠেছেন নিজের এই দুর্বলতা ঢাকতে। কারণ বাণিজ্যিক ছবির একজন ব্যস্ত নায়িকা হতে চান তিনি। তাই চলিশোর্ধ্ব বয়সে তিনি নাচ শিখতে শুরু করেছেন। জানা গেছে, তানজিল ড্যান্স একাডেমিতে নাচের প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। আর এই চেষ্টা চালাচ্ছেন 'পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু' ছবির জন্য। জয়া হয়তো চাইছেন, যে ছবি দিয়ে তার দুর্বলতা দর্শক বুঝতে পেরেছেন, সেই ছবির সিক্যুয়েল দিয়েই তিনি তা পুষিয়ে নিতে।