চ্যালেন আইয়ের সেরা নাচিয়ে তারকা শায়লা সাবি। নাচ নিয়েই ছিল যার ধ্যান। কিন্তু এখন তিনি অভিনয়ে নাম লিখিয়েছেন। তাও বড়পর্দায়। ইমপ্রেস টেলিফিল্মের ছবি 'প্রিয়া তুমি সুখি হও' দিয়ে জুটি বেঁধেছেন ফেরদৌসের বিপরীতে। ঈদের এ ছবিতে শায়লার অভিনয় প্রশংসিত হয়েছে। এখন তিনি অভিনয় করছেন ইমপ্রেসের আরেক ছবি 'ঘাসফুল'-এ। এটি পরিচালনা করছেন আকরাম খান। মুক্তি পাবে কোরবানির ঈদে। ধীরে ধীরে শায়লা এগিয়ে যাচ্ছেন বড়পর্দার নায়িকা হিসেবে।