আজ কিংবদন্তি অভিনেত্রী শবনমের জন্মদিন। জন্মদিনটি তার নাতনি আরনাজের সঙ্গেই বিশেষভাবে উদযাপন করবেন বলে জানিয়েছেন তিনি। কারণ আরনাজ আর তার জন্মদিন একই দিনে। শবনম বলেন, 'জন্মদিন এলে আবার নিজের বয়স বাড়ার কথা নতুন করে মনে পড়ে যায়। তারপরও প্রিয়জনদের ফোন পেলে দিনটি বেশ ভালোই কাটে। সত্যি বলতে কী এই জীবনে আর তো কিছুই চাওয়ার নেই। এখন শুধু জীবনের শেষ দিনগুলো ভালোভাবে সুস্থভাবে বেঁচে থেকেই পার করতে পারাটাই আনন্দের।' শবনম সর্বশেষ ১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত 'আম্মাজান' ছবিতে অভিনয় করেছিলেন। এরপর আর মনের মতো গল্প পাননি বলে অভিনয় করেননি।