'চেন্নাই এঙ্প্রেস', গোলিও কি রাসলিলা : রামলিলার পর মুম্বাই সিনেপাড়ার সবচেয়ে চাহিদাসম্পন্ন নায়িকাতে পরিণত হয়েছেন দীপিকা পাড়ুকোন। অন্যদিকে 'ধুম থ্রি'র সাফল্য আর 'ব্যাং ব্যাং'-এ চমকপ্রদ অ্যাকশনদৃশ্যে আবির্ভূত হওয়ার পর ক্যাটরিনাকে নিয়েও নির্মাতা ও দর্শকদের আগ্রহ কম নয়। শোনা যাচ্ছে এ সুযোগে নিজেদের পারিশ্রমিক বেশ চড়িয়ে দিয়েছেন তারা। ১৫ কোটি রুপির নিচে তারা আর অভিনয় করতে চাইছেন না। প্রথম সারির নায়িকাদের মধ্যে এখন সর্বোচ্চ পারিশ্রমিক এখনো ৮ কোটি রুপি। দীপিকা-ক্যাট বেশি পারিশ্রমিক চাওয়ায় এখন প্রযোজকরা অবলম্বন হিসেবে ঝুঁকছেন নতুন প্রজন্মের নায়িকাদের প্রতি।