খ্যাতির বিপত্তি যে অনেক ইদানীং কেটি পেরি তা হাড়ে হাড়ে বুঝতে পারছেন। আর খ্যাতির এই টানা বিপত্তিতেই যেন খানিকটা বিরক্ত হয়ে পড়েছেন মার্কিন এই সংগীতশিল্পী। খ্যাতি এখন তার কাছে স্রেফ এক বিড়ম্বনাই বটে। এক সাক্ষাৎকারে পেরি বলেন, 'খ্যাতি বিরক্তিকর। ব্যক্তিজীবনকে তারকাজীবন থেকে আলাদা করা যায় না।'
তবে খ্যাতিতে যতই নাখোশ হন না কেন একটা বিষয় পেরি স্বীকার করেছেন নির্দ্বিধায়। তা হচ্ছে, খ্যাতির চূড়ায় থাকা প্রেমিককেই তার পছন্দ। কাজের তালিকা আর বিখ্যাত ব্যক্তিদের জীবনযাপনটা ভালো করে বোঝেন বলেই হয়তো প্রেমিক হিসেবে খ্যাতিমান কাউকেই চাইছেন ২৯ বছর বয়সী এই তারকা।