হলিউডি অভিনেত্রী লিন্ডসে লোহান খুবই ক্ষুব্ধ পাপারাৎজিদের উপর, তার অত্যন্ত ব্যক্তিগত বিষয় সকলের সামনে নিয়ে আসার অপরাধে। তবে এই কাজটি পাপারাৎজি না লিন্ডসে লোহানের খুব ঘনিষ্ট ব্যক্তির তা এখনো প্রশ্নের বিষয়। সম্প্রতি সোশ্যাল ওয়েবসাইটে ২৮ বছরের এই নায়িকার সঙ্গে যে ছত্রিশ জন ব্যক্তির যৌন সম্পর্ক হয়েছে তাদের নামের লিস্ট ফাঁস হয়ে যায়। এই লিস্টটি সমগ্র দুনিয়ার সামনে ফাঁস হয়ে যাওয়ার ফলে বেজায় চটেছেন লোহান।
‘ফ্রিকি ফ্রাইডে’র এ অভিনেত্রী অত্যন্ত দুঃখিত হয়েছেন জেমস ফ্রাঙ্কোর মতো বিখ্যাত অভিনেতার সঙ্গে তার সম্পর্ককে এভাবে প্রদর্শন করার জন্য। লোহানের এই প্রসঙ্গে বক্তব্য, ফ্র্যাঙ্কোকে তিনি অসম্ভব শ্রদ্ধা করেন, তাই তার নাম এভাবে কুৎসার সঙ্গে জড়ানো একবারেই উচিত হয়নি।
অন্যদিকে, গায়ক অ্যাডাম লেভিন নিজের নাম এই লিস্টে খুঁজে পেয়ে লোহানের সঙ্গে তার সম্পর্কের কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন। লিস্টটি ফাঁস হয়ে যাওয়ায় হলিউডে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লোহানের এই তালিকাটিতে হেথ লেডগার, অস্টন কুচার, জাস্টিন টিম্বারলেক এবং ওরল্যান্ডো ব্লুমদের মতো বিখ্যাত ব্যক্তিদের নামও রয়েছে।