হলিউডের বিখ্যাত টেক ছবি ‘গডজিলা’ আরেকবার আসবে বড়পর্দায়।
প্রথম ‘গডজিলা’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। তারপর চলতি বছরের মে মাসে আবার মুক্তি পেয়েছে কল্পবিজ্ঞানের এই সিনেমাটি। দু’টি বছরেই সিনেমাটি মুক্তি পাওয়ার পর দর্শকদের কাছে খুব গ্রহণযোগ্য হয়েছিল ছবিটি। সেই কারণে ওয়ার্নার ব্রাদার্স সিদ্ধান্ত নিয়েছে, সিনেমাটির সিক্যুয়াল তৈরি করবেন।
সূত্রের খবর, ওয়ার্নার ব্রাদার্সের পক্ষ থেকে সিনেমার পরিচালক গ্রিথ এডওয়ার্ড এর সঙ্গেই দ্বিতীয় ছবিটি বানানোর জন্য একটি আলোচনা করা হয়েছে। এডওয়ার্ড সিক্যুয়াল তৈরির জন্য রাজিও হয়েছেন। আপাতত এডওয়ার্ড তার আসন্ন সিনেমা ‘স্টার ওয়ার’ এর কাজে ব্যস্ত। এই ছবির কাজ শেষ করেই তিনি হাত দেবেন গডজিলার কাজে।
কল্পবিজ্ঞান এবং টেকনোলজির মিশেলে তৈরি এই ছবিটি এই বছরে সমগ্র বিশ্বজুড়ে পাঁচশ' মিলিয়ন তুলেছে হলিউডের বক্সঅফিসে। জানা যায়, ‘গডজিলা’ এর সিক্যুয়ালটি মুক্তি পাবে ২০১৮ সালের জুন মাসে।