এখনো শঙ্কামুক্ত নন জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে গতকাল শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল থেকে ঢাকায় আনা হয়। রাত সোয়া ১টার দিকে ন্যান্সিকে হাসপাতালের নিবিড় পর্যেবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে আনা হয়।
ন্যান্সির ভাই জনি সাংবাদিকদের জানান, আজ রবিবার সকাল নয়টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। ডা. ফরহাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।
এর আগে শনিবার রাত ৮টার দিকে নেত্রকোনায় ন্যান্সির বাবার বাড়িতে ৬০টি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে নেত্রকোনা আইডিয়াল হসপিটাল লিমিটেডের একটি অ্যাম্বুলেন্সে করে মমেক হাসপাতালে নেওয়া হয়।