শুটিং নিয়ে ব্যস্ত?
হুম। শুটিং আর শুটিং। ব্যস্ততার শেষ আছে! মাঝে-মধ্যে মনে হয় এত কাজ কেন করি! কী জন্য করি! সব ছেড়ে-ছুড়ে কোথাও চলে যেতে মন চায়। নিজের মতো করে সময় কাটাতে মন চায়। নিজেকে নিজের সময় দেওয়াটা খুব প্রয়োজন হয়ে পড়েছে।
তাহলে যাচ্ছেন না কেন?
কমিটমেন্টের শিকলে বন্দী আছি। বিভিন্ন নির্মাতাদের শিডিউল দেওয়া। একদিন এদিক-ওদিক হলেই সব প্যাঁচ লেগে যাবে। বাজেট কমে যাওয়ার কারণে এখন সবাই খুব টাইট কাজ করে। তাই সময় এখন মূল্যবান হয়ে উঠেছে। ওই যে একটা রচনা আছে না, 'সময়ের মূল্য'। তখন তো মুখস্থ করেছে সবাই আর পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসছে। কিন্তু এখন নাটকের মানুষ বুঝতে পারছে, সময়ের মূল্য কত প্রকার ও কী কী। একেবারে উদাহরণসহ।
কিন্তু আপনার মধ্যে যে অস্থিরতা, তা কি আপনার কবি-সত্তার কারণে?
আমি কবি হয়ে উঠতে পেরেছি কি-না জানি না। তবে কবিতা চর্চা করি। নিজের ভিতরে কবিত্বকে লালন করার চেষ্টা করি। সেই কারণেও মাঝেমধ্যে উদাস হতে পারি। কিন্তু এটাও তো ঠিক, একান্ত নিজের জন্যও মানুষের কিছু সময় রাখা প্রয়োজন।
যারা কেবল আপনাকে চেনে তারাই জানে, আপনি ক্যামেরার বাইরে অন্যরকম। ক্যামেরার সামনে দাঁড়ালে একেবারেই পাল্টে যান। আচরণ থেকে শুরু করে প্রতিটি অভিব্যক্তি। এতটা কীভাবে?
এটাই কি স্বাভাবিক না! ব্যক্তি আমি আর নাটকের চরিত্র তো দুটো মানুষ। আমি যখন অভিনয় করছি তখন ওই চরিত্রের মতোই তো আচরণ করব।
কিন্তু এতটা পারা যায় না। অভিনয়শিল্পীর নিজের অভিব্যক্তি আর অভিনীত চরিত্রের অভিব্যক্তি মিলে ভিন্ন একটি আবহ দাঁড়ায়। কিন্তু আপনার ক্ষেত্রে সেটা না।
জানি না। আমি শুধু অভিনয় করে যাই। আমার অভিনীত চরিত্রকে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করাই আমার কাজ। সেই কাজটিই খুব যত্নের সঙ্গে আমি করার চেষ্টা করছি।
অভিনেতা হিসেবে দর্শক আপনাকে কমেডিনির্ভর মনে করে। এ বিষয়ে আপনার ভাবনা কী?
আমি অভিনেতা। সব ধরনের অভিনয়ই আমাকে করতে হয়। কিন্তু কমেডিনির্ভর গল্পে দর্শক হয়তো আমাকে বেশি পায়, তাই তাদের মধ্যে এই ধারণার জন্ম হতে পারে। তবে আমি ভালোবাসি সিরিয়াস গল্পে এবং চরিত্রে অভিনয় করতে।
হ্যাঁ। দর্শক মঞ্চে আপনার অভিনয় দেখেছে। 'আরজ চরিতামৃত' নাটকে আপনি একসঙ্গে বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন। আপনার ভ্যারিয়েশন দেখা গেছে। কিন্তু টেলিভিশনে ভ্যারিয়েশন কম চোখে পড়ছে। এটা কি নিজের প্রতি অবিচার নয়?
নিজের প্রতি না, হয়তো শিল্পীসত্তার প্রতি অবিচার। আমার কিন্তু সিরিয়াস গল্পের নাটকও আছে। আমি চাচ্ছি সিরিয়াস গল্পে বেশি অভিনয় করতে। হয়তো একটা পরিবর্তন আসবে। আর ভ্যারিয়েশন? রেদওয়ান রনির 'পরিবার করি কল্পনা' ধারাবাহিকে কিন্তু আমি দুটো চরিত্রে অভিনয় করেছি। দর্শক সেটাও দেখছে, উপভোগও করছে।
'সিকান্দার বঙ্' চরিত্রটি দর্শক উপভোগ করছে। আপনি উপভোগ করছেন?
একজন অভিনেতা হিসেবে সব চরিত্রই আমি উপভোগ করি। যখন যে চরিত্র পাই, সেই চরিত্রটি উপভোগ করে অভিনয় করি। তা না হলে তো চরিত্র বাস্তবসম্মত হবে না।
কিন্তু সিকান্দার বঙ্ তো হিট ক্যারেক্টার। এফোর্ট কি বেশি দিয়েছেন?
না। সব চরিত্রেই আমি সমান এফোর্ট দিই। কিন্তু দর্শক সিকান্দারকে লুফে নিয়েছে, এই যা।
জাকারিয়া সৌখিন