সংগীতে শাকিলা সাকীর পথচলা অল্প দিনের। কিন্তু এরই মধ্যে আস্থা কুড়িয়েছেন তিনি। 'পাগল তোর জন্য', 'ছুঁয়ে দিলে মন', 'তোমার জন্য আমি'-এসব ছবিতে প্লেব্যাকও করেছেন। গেয়েছেন এস আই টুটুল ও তাহসানের সঙ্গে ডুয়েট গান। এখন গান নিয়ে শুধুই এগিয়ে চলার স্বপ্ন দেখছেন শাকিলা সাকী। সম্প্রতি শাকিলা 'বৃষ্টি হবো' নামে একটি গান করেছেন। সোহাগের কথায় গানটির সুর-সংগীত করেছেন রবিন ইসলাম। গানটির একটি মিউজিক ভিডিও তৈরি হয়েছে। নির্মাণ করেছেন সৈয়দ আলী আহসান লিটন। বর্তমানে ভিডিওটি বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। শাকিলা সাকী বলেন, 'বৃষ্টি হবো একটি ক্লাসিক্যাল মডার্ন গান। গানের কথা সুন্দর। আর তার সঙ্গে পাল্লা দিয়ে মিউজিক ভিডিওটি নির্মাণ হয়েছে। ভালো সাড়াও পাচ্ছি। আশা করছি দর্শক-শ্রোতার মন জয় করবে ভিডিওটি'।