মাদকাসক্তির ক্ষতিকর দিক সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে। 'স্বর্গ থেকে নরক' শিরোনামে ছবিটি পরিচালনা করছেন চিকিৎসক ও শব্দ সৈনিক অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী। ছবিটিতে অভিনয় করছেন ফেরদৌস ও নিপুণ। আরও অভিনয় করছেন আহমেদ শরীফ, শর্মিলী আহমেদ, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, অঞ্জলি প্রমুখ। সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। এই ছবিটি বাংলাদেশের মানুষের মধ্যে মাদকের বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষামূলক সামাজিক ছবি। যা দেখে প্রতিটি পরিবার উপকৃত হবে বলে নির্মাতার দাবি।