ব্লকবাস্টার সিনেমাস হলে মুক্তি পেয়েছে লুক বেসন পরিচালিত হলিউড ছবি 'লুসি'। এতে লুসি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী স্কারলেট জোহানসন।
হলিউডে ২৫ জুলাই মুক্তিপ্রাপ্ত অ্যাকশন সায়েন্স ফিকশন গল্পের এ ছবিটি এরই মধ্যে দারুণ সাড়া জাগিয়েছে। গল্পে দেখা যায়, লুসি এক ধরনের ড্রাগস নেন, যেটি তার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। তবে তার মানবিকতাবোধ কমিয়ে আনে। এতে আরও অভিনয় করেছেন- এনালিগ টিপটন, মরগ্যান ফ্রিম্যান। মুক্তির পরপরই বক্স অফিস মাত করে ছবিটি।