প্রথম ভারতীয় মডেল হিসেবে প্লেবয় ম্যাগাজিনে ছবি ছাপা হলো শার্লিন চোপড়ার। ভারতের স্বাধীনতা দিবসে ছাপা হয় তার নগ্ন ছবি। এমনিতেই বিতর্কিত শার্লিন। তার ওপর আবার আগুনে ঘি ঢেলেছে আরেকটি খবর। শার্লিন নিজেই নাকি চেয়েছিলেন তার ছবিগুলো যেন ভারতের স্বাধীনতা দিবসে প্রকাশ পায়। শার্লিন যে ব্যাখ্যা দিয়েছেন তা হলো, প্লেবয় ম্যাগাজিনের জন্য নগ্ন পোজ দেওয়াটা ছিল শার্লিন চোপড়ার সবচেয়ে স্বাধীনচেতা কাজ, তাই এমন ছবি প্রকাশে স্বাধীনতা দিবসই শ্রেয়! ২০১২ সালে করা ওই ফটোশুটের কিছু ছবি আগেই নিজের টুইটারে প্রকাশ করেছিলেন শার্লিন।