জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 'গানের আড়াল' কবিতার প্রথম দুই লাইন অবলম্বনে সম্প্রতি নির্মিত নাটকে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা। নাটকের নাম 'শেষ হয় না বেলা'। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। সুবর্ণা মুস্তাফা ছাড়াও এ নাটকে আরও অভিনয় করেছেন বন্যা মির্জা, মাজনুন মিজান, নাজিবা প্রমুখ।
সুবর্ণা মুস্তাফা বলেন, আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে গল্প শুনে। এখানে সংগীতশিল্পী হিসেবে দেখা যাবে আমাকে। আমার মনে হয় নাটকটি সব শ্রেণির দর্শকের ভালো লাগবে।
কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নাটকটি মাছরাঙা টিভিতে প্রচার হবে।