বলিউডের সর্বকালের অন্যতম সেরা রোমান্টিক ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' তারই পরিচালিত। বানিয়েছেন 'মোহাব্বতে' ও 'রব নে বানা দি জোড়ি'র মতো আলোচিত ছবিও। প্রযোজক হিসেবে যেমন বেশি নাম তেমন পরিচালক হিসেবেও আদিত্য চোপড়া দুর্দান্ত। সেই আদিত্যর পরিচালনায় কাজ কে না করতে চায়! কিন্তু বলিউডেরই একজন তার ছবিতে কাজ করতে চাইছেন না এবং তিনি আদিত্যর সবচেয়ে কাছের মানুষ- রানী মুখার্জি!
রানী বলেন, 'আমি আদিকে বলেছি, ও যেন ওর পরিচালিত ছবিতে আমাকে না নেয়। ওর নির্দেশনা আমি নিতে পারব বলে মনে হয় না। কারণ পরিচালকরা মনমতো কাজ না পেলে খুব চিৎকার করে। এটা মানতে পারব না।