জেনিফার অ্যানিস্টন অভিনীত 'উই আর দ্য মিলার্জ' ছবিটি গত বছর মুক্তি পেয়ে বেশ ব্যবসাসফল হয়। এটিই ছিল তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি। তবে এক বছরের ব্যবধানে এবার মুক্তি পেতে যাচ্ছে অ্যানিস্টনের নতুন ছবি 'কেক'। এটি একটি ড্রামানির্ভর ছবি। তবে কমেডিও রয়েছে বেশ। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে ছবিটির নাম 'কেক' কেন? তবে কি খাবারের কেক নিয়ে ছবির গল্প তৈরি? উত্তরটা হলো, না। এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে নামটি। তবে কেকের ব্যবহার কয়েকবারই করা হয়েছে এখানে। ছবিটি পরিচালনা করেছেন ড্যানিয়েল বার্নজ। এটি সেপ্টেম্বরেই মুক্তি পেতে যাচ্ছে। এখানে আরও অভিনয় করেছেন অ্যানা কেন্ড্রিক।