জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে। তিনি এখন রাজধানীর ধানমণ্ডিস্থ ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখানেই তিনি আরো দুই-তিন দিন বিশ্রামে থাকবেন বলে জানা গেছে।
১৭ আগস্ট বিকাল থেকে ন্যান্সি নিজেই উঠে বসতে ও কথা বলতে পারছেন। তাকে নিয়ে ভয়ের কিংবা শঙ্কার কিছু নেই। তার সবকিছুই ইতিবাচক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ল্যাব এইড হাসপাতালে চিকিৎসক ডা. ফারহাদের তত্ত্বাবধানে ন্যান্সির চিকিৎসা চলছে।
মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার কারণে ন্যান্সিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আইডিয়াল হসপিটাল প্রাইভেট লিমিটেড ও পরে ওইদিন রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে ল্যাবএইডে নিয়ে যাওয়া হয়। ল্যাব এইডে কেন এ প্রশ্নের উত্তরে ন্যান্সির ছোট ভাই জনি জানান, ‘নিবিড় পর্যবেক্ষণ ও সর্বাত্মক ভালো সেবার জন্যই তাকে এখানে রাখা।’
হাসপাতালে ন্যান্সির দেখভাল করছেন স্বামী নাজিমুজ্জামান জায়েদ ও ছোট ভাই জনি। ন্যান্সির দুই মেয়ে রোদেলা ও নায়লা এখন ময়মনসিংহে দাদির কাছে।
১৬ আগস্ট দুপুরে প্রথমে ৪০টি ও ঘণ্টাখানেক পর আরো ২০টি ট্যাবলেট সেবন করে ন্যান্সি। দু’দফায় বিপুলসংখ্যক ওষুধ গ্রহণের কারণে তার সেরে উঠতে একটু সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার সেবন করা ওষুধগুলো ওয়াশ করতে না পারায় পার্শ্ব-প্রতিক্রিয়া হবে কিনা সে সম্পর্কে চিকিৎসকরা কিছু জানাননি।