সিনেমার গল্প নয় সত্যি সত্যিই মা হতে যাচ্ছেন সময়ের আলোচিত অভিনেত্রী বর্ষা। বর্তমানে তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা।
একটি সূত্রে জানা যায়, এ কারণে চেকআপের জন্য তিনি জাপান যাচ্ছেন। সেখান থেকে সিঙ্গাপুর হয়ে আরো কয়েকটি দেশে যাওয়ার কথা রয়েছে তার।
তার সঙ্গে থাকবেন স্বামী অনন্ত জলিল। একই সঙ্গে অনন্ত জলিল তার বাণিজ্যভ্রমণও শেষ করে আসবেন। দেশের বাইরেই বর্ষা তার প্রথম সন্তান প্রসবের পরিকল্পনা করেছেন।
এ বিষয়ে বর্ষার সঙ্গে কথা বলতে চাইলে তার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।