পরিচালনায় আসতে চলেছেন রণবীর কাপুর। অনুরাগ বসুর ‘বরফি’ ছবিতে কাজ করার সময় থেকেই পরিচালক হওয়ার ইচ্ছেটা দেখা দিয়েছিল রণবীরের মধ্যে। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর ইচ্ছের কথাও বলতে শোনা গিয়েছিল। এ বার সে ইচ্ছা পূরণ হতে চলেছে রণবীরের। পরিচালনায় হাত দিতে চলেছেন তিনি।
তবে প্রথমেই কোন কাহিনী চিত্র পরিচালনা করতে চান না রণবীর। নিজের ঠাকুরদা রাজ কাপুরের উপর শর্ট ফিল্ম তৈরি করেই নিজের পরিচালক জীবন শুরু করতে চান তিনি।