খুব শীঘ্রই ভারত সফরে যাচ্ছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট। জানালেন, প্রস্তাব পেলে ভারতীয় সিনেমায় গান গাওয়ারও ইচ্ছা আছে তার। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে সুইফট বলেন, এ আর রহমানের গান পছন্দ করেন তিনি। আপাতত কোনো পরিকল্পনা না থাকলেও ভবিষ্যতে হিন্দি সিনেমায় প্লেব্যাক করতে আগ্রহী এই গ্র্যামিজয়ী শিল্পী। ভারত সফরের আগে নাকি টুকটাক হিন্দিও শিখছেন ২৪ বছর বয়সী সুইফট। সংগীতে ক্যারিয়ার গড়ার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। জানতে চাওয়া হয় সুযোগ পেলে হিন্দি সিনেমায় অভিনয় করবেন কিনা। সুইফটের উত্তর, 'আমি বলিউড সম্পর্কে অনেক শুনেছি। ভারতীয় সিনেমায় অনেক নাচগান থাকে, যা আমার ভালো লাগে। কিন্তু অভিনয়ের ব্যাপারে আমি নিশ্চিত নই। কারণ আমি হিন্দি ভাষা জানি না। তবে হিন্দি সিনেমায় গাইতে পারলে খুশিই হব।' ভারত সফরে এসে পুরো দেশটি ঘুরে দেখতে চান সুইফট, স্বাদ নিতে চান ভারতীয় খাবারের। 'আমি ঘুরে বেড়াতে পছন্দ করি। তাজমহল, কাশ্মীর, দিল্লি আমি ঘুরে দেখতে চাই।