খোলা অ্যালবামের পর জিসিরিজের ব্যানারে এবার আসছে মাহাবুব হোসেনের নতুন একক অ্যালবাম 'ঠিকানা'। এই অ্যালবামে রয়েছে মাহাবুব হোসেনের ৮টি একক গান এবং সহশিল্পী অাঁখি আলমগীরের সঙ্গে দুটি ডুয়েট গানসহ মোট ১০টি গান। অ্যালবামটিতে অনেক জনপ্রিয় ও গুণী সুরকার, গীতিকারের মিলন মেলা ঘটেছে। গানগুলো রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার, কবির বকুল, টি আই অন্তর, রবিউল ইসলাম জীবন, সাহাদাত হোসেন স্বপন, জাহিদ বাবুল, মো. শাহ আলম, নুরুল ইসলাম মানিক। সুর ও সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী, মকসুদ জামিল মিন্টু, ট্রপি রেনার, শামীম রুবায়েত চৌধুরী। মাহাবুব হোসেন নিজেও কয়েকটি গান রচনা ও সুর করেছেন। আগামী মাসে অ্যালবামটি রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে।