'আমার সারা দেহ খেওগো মাটি, শুধু চোখ দুটো খেও না। আমি মরে গেলেও তারে দেখার সাধ মিটবে নাগো মিটবে না...' এমন আকুতি ভরা গান দিয়ে মন নাড়া দেওয়া বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বেলাল আহমেদ আর নেই। গতকাল সকালে আকস্মিকভাবেই না ফেরার দেশে চলে গেছেন তিনি। সত্তরের দশকে তার নির্মিত 'নয়নের আলো' ছবির জনপ্রিয় গান এটি। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হাতিরপুলের বাসায় তার বুকে ব্যথা অনুভব করলে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। বেলাল আহমেদের জন্ম জামালপুরে। ১৯৪৮ সালের ২৮ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। ষাটের দশকে 'বন্ধন' চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। ১৯৬৭ সালে নজরুল ইসলামের 'স্বরলিপি' চলচ্চিত্রের সহকারী পরিচালক হন। ১৯৭৯ সালে প্রথমে 'নাগরদোলা' পরে নয়নের আলো, সাক্ষী প্রমাণ, আমানত, গঙ্গা যমুনা, ক্রিমিনাল, ঘর আমার ঘর, নন্দিত নরকে এবং অনিশ্চিত যাত্রা নির্মাণ করেন। সম্প্রতি সরকারি অনুদানে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে 'ভালোবাসবোই তো' নামে একটি ছবি নির্মাণ করছিলেন। গত সপ্তাহেও মৌসুমী ও নিলয়কে নিয়ে শুটিং করেন। ২৫ আগস্ট থেকে শেষ লটের শুটিং করার কথা ছিল। মৃত্যুকালে এক ছেলে ও পত্রবধূ রেখে গেছেন তিনি। তার ছেলে বর্তমানে লন্ডন রয়েছেন। গতকাল বাদ আসর এফডিসিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।