'লাভ ইন জঙ্গল' ছবির সাফল্যের পর নতুন চারটি চলচ্চিত্র নির্মাণ করবেন ডি হোসেন। এগুলো হলো- কাবিনের পর তালাক, ভয়ংকর অন্ধকার জীবন এবং জিন্দা লাশ। রোমান্টিক অ্যাকশনধর্মী এই ছবি গুলোর গল্প লিখেছেন ডা. শাহিনা পারভীন খুশি। চীন, হংকং এবং ম্যাকাউতে ছবিগুলোর শুটিং হবে। নতুন শিল্পীরা কাজ করবেন এসব ছবিতে। তাছাড়া 'বক্সার হিরো' নামে আরেকটি বিগ বাজেট ও অ্যরেঞ্জমেন্টের ছবি নির্মাণ করবেন ডি হোসেন। এতে বিশ্বের নামি দামি শিল্পীরা অভিনয় করবেন। যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই ছবিটির শুটিং হবে বিদেশে। এদিকে লাভ ইন জঙ্গল ছবিটির স্বত্ব সিডি- ডিভিডির জন্য বিক্রি হয়নি বলে জানান নির্মাতা।