আবারও একসঙ্গে অভিনয় করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। এবার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি নাটকে দেখা যাবে তাদের। 'মায়ের কাছে যাবো' শিরোনামের এ নাটকটি পরিচালনা করেছেন আলভি আহমেদ। সম্প্রতি নাটকটির শুটিং শেষ করে দেশে ফিরেছেন সেলিম। আসছে ঈদুল আজহায় এটি এটিএন বাংলায় প্রচার হবে বলে তিনি জানান। রচনার পাশাপাশি এ নাটকে অভিনয়ও করেছেন সেলিম। শহীদুজ্জামান সেলিম বলেন, অনেকদিন পর একসঙ্গে অভিনয় করেছি। আশা করি ভালো লাগবে। আমি অভিনয়ের পাশাপাশি সময় পেলে নাটকও লিখি।