আংটি বদল করলেন বিপাশা বসু ও হারমান বাওয়েজা। মুম্বাইয়ে নিজের বাড়িতেই বাগদান পর্ব সেরে ফেললেন বিপাশা।
বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠরা। এ বছরের শেষেই বিয়ের পরিকল্পনা রয়েছে তাদের। আগেই হারমানের সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করেছিলেন বিপাশা। বিয়ের ব্যাপারে ভাবছেন বলেও জানান তিনি। আগামী ছবি ক্রিচার থ্রিডির মুক্তি নিয়ে ব্যস্ত তিনি। জন আব্রাহামের সঙ্গে দীর্ঘ ৯ বছরের লিভ-ইন সম্পর্ক ভেঙে যাওয়ার পর বেশ কিছুদিন একাই ছিলেন বিপাশা। অন্যদিকে কিছুদিন আগেই নীরবে প্রেমিকা প্রিয়া রুঞ্চল বিয়ে করেছেন জন। অনেকটা জনের সঙ্গে পাল্লা দিয়েই বিয়ে করছেন বিপাশা।