বলিউডের বিবাহিত অভিনেত্রীরা আগের মতো দাম পান না, এই অভিযোগ অনেক দিন ধরেই চালু। তবে সেটা বোধহয় পুরোপুরি সত্যি নয় কারিনা কাপুরের ক্ষেত্রে। বিয়ের পরও দেদারসে ছবি পাচ্ছেন তিনি। আর এ কারণে স্বামী সাইফ আলি খানকে একেবারেই সময় দিতে পারছেন না তিনি। কারিনার তালিকায় আছেন আমির, সালমান, অজয় দেবগানের মতো এ গ্রেডের নায়কেরা। বিয়ের পরই আমিরের সঙ্গে তালাশ, এরপর দাবাং টু-তে আইটেম সং, অমিতাভ বচ্চনের সঙ্গে সত্যগ্রহ। মুক্তির অপেক্ষায় আছে অজয় দেবগানের বিপরীতে সিংঘম রিটার্নস। এরপর আবার সাল্লুর সঙ্গে বজরঙ্গি ভাইজান।
সবমিলিয়ে স্বামীকে দেওয়ার মতো সময় বর্তমানে কারিনার হাতে নেই।