মাদক রাখার অপরাধে গ্রেফতার সুপারস্টার জ্যাকি চ্যাং-এর ছেলে। গতকাল সোমবার বেজিং পুলিশ জ্যাসি চ্যাং ওরফে ফ্যাং জুমিং ও তার বন্ধু তাইওয়ানিজিকে ১০০ গ্রাম মারিজুয়ানা মাদক রাখার অপরাধে গ্রেফতার করেছে।
জ্যাসি ও তার ২৩ বছর বয়সী বন্ধু তাইওয়ানিজি দুজনেই চলচ্চিত্র তারকা। জ্যাসি ও তার বন্ধুর বিরুদ্ধে অপরাধ আইনে মামলা হতে পারে বলে জানা গেছে।
জ্যাসির বাবা জ্যাকি চ্যাং যখন একদিকে মাদক বিরোধী প্রচারে অংশ নিচ্ছেন তখন মাদক রাখার অপরাধে গ্রেফতার হওয়া জ্যাসি পিতা সহ পার্টিকেও কালিমালিপ্ত করলেন বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল।