ভারতের সেন্সর বোর্ডের চেয়ারম্যান রাকেশ কুমারকে ঘুষের দায়ে গ্রেফতার করা হয়েছে। একটি আঞ্চলিক ছবির জন্য ৭০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের জালে ধরা পড়েন তিনি।
দিল্লি পুলিশ জানিয়েছে, সোমবার ছত্তিশগড়ের ‘মোর দাউকি কে বিহ্যাব’ আঞ্চলিক এ ছবিটির জন্য ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন সেন্সর বোর্ডের চেয়ারম্যান রাকেশ কুমার।
এর আগে সেন্সর বোর্ডের উপদেষ্টামণ্ডলীর সদস্য সরবেশ জয়সওয়াল ও শ্রীপতি মিশ্র এবং সেন্সর বোর্ড অনুমোদিত একটি সংস্থা রাকেশ কুমারের বিরুদ্ধে ঘুষ নেয়ার দাবি তুলেছিলেন। এর পরই সিবিআইয়ের জালে ধরা পড়েন রাকেশ।