নতুন অ্যালবামের কাজ কতদূর?
এইর মধ্যে চার-পাঁচটি গানের কাজ শেষ করেছি। আর বাকি গানগুলোর কাজ চলছে। ইচ্ছে আছে ৯টি গান দিয়ে অ্যালবামটি সাজানো। এই অ্যালবামে আমার লিখা, সুর ও সংগীতে দুটি গান থাকছে। আর বাকি গানগুলো চপল ভাই, সৈকত আলী ইমন ও বাপ্পা মজুমদার করার কথা আছে।
কি ধরনের গান থাকছে এই অ্যালবামটিতে?
আমি সব ধরনের গানই রাখার চেষ্টা করেছি এই অ্যালবামে। অ্যালবামে আমি একটি একুশে ফেব্রুয়ারির গান, পুরানো দিনের গান আর সমসাময়িক আধুনিক গানও থাকছে এই অ্যালবামে। আশা করছি পহেলা বৈশাখে অ্যালবমটি শ্রোতাদের হাতে তোলে দেব।
চলচ্চিত্রে গানের ব্যস্ততা কেমন?
আমি আছিই চলচ্চিত্রের গান নিয়ে। আমি এখন পর্যন্ত প্রায় শতাধিক চলচ্চিত্রের গানে প্লেব্যাক করেছি। তার মধ্যে রয়েছে, 'ডোন্ট কেয়ার', 'রেড' 'দবির সাহেবের সংসার' 'প্রেম প্রেম পাগলামি', 'সেদিন বৃষ্টি ছিল', 'পূর্ণদৈর্ঘ প্রেম কাহিনী', 'অল্প অল্প প্রেমের গল্প', 'লাভ ইন মালয়েশিয়া', 'পোড়ামন', 'পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ', 'প্রিয়া আমার জান', 'মায়ের জন্য মরতে পারি' ইত্যাদি।
চলচ্চিত্র ও অডিও, কোন মাধ্যমে গান করতে ভালো লাগে?
আমি সব মাধ্যমেই গান করতে ভালোবাসি। আর বর্তমানে অডিও বাজারের যে অবস্থা, তাতে করে শিল্পীদের টিকে থাকাটা কষ্ট হয়ে যাচ্ছে। আর পাইরেসি'ত আছেই। আজ রাতে একটি অ্যালবাম প্রকাশ করলে কালই তা অনলাইনে পাওয়া যায়। আর চলচ্চিত্রে কাজের বিষয়টা হচ্ছে, এখানে গানগুলো মানুষের মনে গেঁথে যায় খুব তাড়াতাড়ি। আর বর্তমানে গানটা শুনার চেয়ে দেখার বিষয় বেশি হয়ে দাঁড়িয়েছ। আর চলচ্চিত্রে গানগুলো বেঁচে থাকে অনেক দিন।
স্টেজ শোগুলো কেমন চলছে?
এই মাসে বিভিন্ন টিভিতে বেশ কয়েকটি শো করার কথা আছে। এছাড়া উপেন স্টেজ শোগুলোর সময় এখন আমার শুরু হচ্ছে। আলী আফতাব