মিষ্টি মেয়ে সোনম কাপুর আবার পর্দায় আসছেন। তার হাসিতে যারা ফেঁসে গেছেন, খবরটা নিশ্চয়ই তাদের জন্য আনন্দের। আরও আনন্দের খবর হচ্ছে, তিনি এবার যে ছবি নিয়ে আসছেন সে ছবিতে তার চরিত্রটি খুবই চঞ্চল একটি মেয়ের। তাই তার হাসিমাথা মুখখানিই পর্দাজুড়ে থাকবে। আগামীকাল সোনম অভিনীত 'খুবসুরাত' ছবিটি মুক্তি পাবে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নতুন মুখ ফাওয়াদ খান। ছবিটি পরিচালনা করেছেন ঋষিকেশ মুখার্জি। আর প্রযোজনায় নায়িকার বাবা অভিনেতা অনিল কাপুর।