ভারতীয় সংগীতশিল্পী মান্না দের মেয়ের বাড়ি থেকে চুরি হয়েছে তার মূল্যবান স্মৃতিচিহ্ন। মান্না দের 'দাদাসাহেব ফালকে'র ফলক, মূল্যবান নথি, শিল্পীর ব্যবহার করা গানের খাতা। এ ছাড়া ভারতের কয়েকজন সাবেক রাষ্ট্রপতির লেখা চিঠি, অমিতাভ বচ্চন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখের দেওয়া চিঠিও চুরি হয়েছে।
এ বিষয়ে মান্না দের মেয়ের স্বামী জ্ঞানরঞ্জন দেব স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। শিল্পীর মেয়ে-জামাই পুলিশকে আরও জানান, মান্না দে'র একটি সোনা দিয়ে বাঁধানো আংটি ছিল। মান্না দে'র মা সেটি দিয়েছিলেন। সেটাও পাওয়া যাচ্ছে না।