অভিসার মানেই তো মধুর আনন্দ। অনেকেই অভিসারের রাতটিকে মধুময় করার জন্য নানারকম পরিকল্পনা করেন। আনন্দের সর্বোচ্চ রসটুকু গিলতে চেষ্টা করেন সবাই। কিন্তু মার্কিন অভিনেত্রী রিজ উইদারস্পুন এ কোন অভিসার করেন? অন্যদের মতো একেবারেই অভিসারের রাত কাটান না তিনি। তিনি আর তার স্বামী জিম টোথ মিলে অভিসারের রাত কাটান শিশুদের লেখাপড়ার খোঁজখবর নিয়ে। স্কুল থেকে তাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়, সেগুলো সমাধান করতে সাহায্য করেন। শিশুদের পাশে বসে সব ধরনের সাহায্য করেন 'ওয়াইল্ড'খ্যাত এই তারকা। উইদারস্পুন জানান, অভিসারের রাতে বিশেষ কিছুই পরিকল্পনা থাকে না তাদের। ওই রাতে সন্তানদের বাড়ির কাজ করতে দুজন মিলে সাহায্য করেন। এরপর ঘুমাতে যান। রিজ-টোথ দম্পতির তিন সন্তান রয়েছে।
উইদারস্পুনকে যারা চেনেন তারা জানেন, তিনি একটু অন্যরকমই। সবার মতো পরিচিত পথে হাঁটেন না। তাই তার এই অভিসার পদ্ধতিতে অবাক হওয়ার কিছু নেই।