এবারের জন্মদিনটিও পরিবারের সঙ্গে আনন্দে কাটবে সুচন্দার। প্রখ্যাত এই চলচ্চিত্রকারের জন্মদিন কাল। সুচন্দা বলেন, জন্মদিনে ছেলেমেয়ে, নাতি-নাতনিরা আমাকে সারপ্রাইজ দেয়। মজার সব অনুষ্ঠান করে। যেমন গতবার তারা নাটকের আয়োজন এবং এতে নিজেরাই অভিনয় করে। তিনজন তিনকন্যা সাজল। নাটকের প্রথম দৃশ্যে সুচন্দা জন্মদিনে গালে হাত দিয়ে বিষণ্ন চিত্তে বসে আছে। সবাই জন্মদিনে মন খারাপ করার কারণ জানতে চায়। সুচন্দা বলে আমার দুই বোন ববিতা ও চম্পা এখনো এলো না। একটু পরই দুবোন এসে সুচন্দাকে বলে, বুজি যানজটের কারণে আসতে দেরি হয়ে গেল, সরি। এ কথা জানিয়ে সুচন্দা বলেন, তাদের আয়োজনে সত্যি মুগ্ধ হই। এবারও তাদের চমকের অপেক্ষায় আছি। আমার নাতি-নাতনিরা বলে, নানু আমরা একটি ফুল বাগান। আমরা ছোট ছোট ফুল আর তুমি বাগানের মধ্যমণি। ওরা আমাকে নিয়ে গানও লিখে। সেই গান পরম যত্নে রেখে দেই। ওরাই এখন আমার সব। এবার হজ পালনে যাচ্ছি, তাই এবারের জন্মদিনের অনুভূতি অন্যরকম। কারণ হজ করার পর মানুষ যেন নব জন্ম লাভ করে। আমিও নতুন জীবন পাব। তারপর নতুন আরেক পথ ধরে হেঁটে যাব পুণ্যময় জীবনের পথে।