আবার সবার মুখে মুখে এল ‘ব্যাংগ ব্যাংগ’ প্রসঙ্গ। ছবির শীর্ষসংগীত মুক্তি পেল। সঙ্গে দেখা মিলল হৃতিকের এমজে অবতার। অর্থাৎ মাইকেল জ্যাকসনের স্টাইলে এই গানে দেখা যাবে ডুগ্গুকে।
হৃতিকের অসাধারণ নাচের চর্চা রয়েছে সব মহলে। কিন্তু এর আগে কখনো তাকে এমজে স্টাইলে দেখা যায়নি। ঘনিষ্ঠ সূত্রের খবর, এই গানের মাধ্যমে মাইকেল জ্যাকসনকে শ্রদ্ধার্ঘ্য দিতে চেয়েছেন হৃতিক। আসলে হৃতিক যে আরো অনেকের মতো মাইকেল জ্যাকসনের বড় ভক্ত, তা তো সবাই জানেন। তাই এ সুযোগ ছাড়েননি তিনি।
হৃতিকের কথায়, “যখন থেকে নাচের মানে বুঝেছি, তখন থেকে মাইকেল জ্যাকসনকেই আদর্শ মেনে এসেছি। ঘণ্টার পর ঘণ্টা টিভির পর্দায় প্লে আর পস করে করে এমজের একটা একটা নাচের অংশ তুলতাম।”
ঋতিক বলেন, “আমি ওনার (জ্যাকসন) স্টাইল ও শক্তিশালী নাচের ভক্ত। যখন বস্কো ও সিড আমায় মাইকেল জ্যাকসন নাচের কথা বলল। আমি এক মুহূর্তের জন্য ভেবেছিলাম, আমি এমজের ধারে কাছেও আসতে পারব না। তার পর ভাবলাম, না, আমার মনে ওর জন্য যে ভালবাসা রয়েছে, তার জন্যই আমি নিজের মতো করে ওর স্টাইলে নাচব।”