প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় টিভি সাংবাদিক মুন্নী সাহা।
বিষয়টি নিশ্চিত করেছেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’-এর চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান। তিনি জানান, সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান ফেন্ডস মুভিজ ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মুন্নী। ছবিতে তিনি অভিনয় করবেন একটি বিশেষ চরিত্রে।
এ প্রসঙ্গে মুন্নী সাহা বলেন, এ পর্যন্ত অভিনয়ের অসংখ্য প্রস্তাব পেয়েছি। কিন্তু কখনই সাংবাদিকতার বাইরে অন্য কোন কাজে পা বাড়ানোর আগ্রহ পাইনি। তবে এবার ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’-এর প্রস্তাব ফেলতে পারিনি। কারণ ছবির গল্প এবং আমার চরিত্রটি বিশ্লেষণ করে মনে হয়েছে বেশ সময়োপযোগী।
মুন্নী সাহা আরও বলেন, এর আগে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ সিনেমা হলে গিয়ে দেখেছি। খুব ভাল লেগেছে ছবিটি। এ সিরিজের ২য় ছবির অংশীদার হতে পেরে ভাল লাগছে।