মুক্তি পেল শাদ আলি পরিচালিত ‘কিল দিল’ ছবির ট্রেলার। আজ বৃহস্পতিবার ২ মিনিট ১৪ সেকেন্ডের ট্রেলারটির মুক্তি দেওয়া হয়েছে।
ট্রেলারে রণবীর কাপুর আর আলি জাফরকে দেখা গেছে বন্দুকধারী দুই হিরোর চরিত্রে। অন্যদিকে রয়েছেন পরিনীতি চোপড়ার রণবীরের সঙ্গে রোমান্সের কয়েক ঝলক। ছবিতে এক বার ডান্সারের ভূমিকায় থাকছেন পরিনীতি। ডান্স গুরু গোবিন্দার ভিলেন চরিত্র এই ছবির অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও ‘কিল দিল’র পোস্টারে রণবীরের লুকের সঙ্গে নব্বইয়ের দশকের অক্ষয়ের হেয়ার স্টাইলের মিল আগেই পাওয়া গেছে।