যুক্তরাজ্যের দুই-তৃতীয়াংশেরও বেশি মানুষ পৃথিবীতে অ্যালিয়েনের (ভীন গ্রহের মানুষ) অস্তিত্বে বিশ্বাসী। আর তারা মনে করেন, আমেরিকান পপ গায়িকা লেডি গাগা একন অ্যালিয়েন।
আইবিএন লাইফের খবর অনুযায়ী, সম্প্রতি অ্যালিয়েনের অস্তিত্ব নিয়ে ২০০০ ব্রিটিশের মধ্যে একটি জরিপ চালানো হয়। সেখানে ৬৮% মানুষই বিশ্বাস করে পৃথিবীর কোথাও না কোথাও অ্যালিয়েন রয়েছে। আর ৩১% ব্রিটিশ মনে করে, পপ গায়িকা লেডি গাগা হলেন অ্যালিয়েনেরই এক রূপ।
এদিকে লেডি গাগার পরেই ১৬ শতাংশ ব্রিটিশের মতে, হলিউড তারকা টম ক্রুজও পৃথিবীতে মানুষরূপী অ্যলিয়েন। তিনি নিশ্চয়ই পৃথিবীর চোখকে ধূলো দিচ্ছেন।
অন্য গ্রহের বাসিন্দাদের তালিকায় লেডি গাগা ছাড়াও হলিউড তারকাদের মধ্যে বরিস জনসন, জাস্টিন বিবার, মাইলি সাইরাস এবং সিমন কাউয়েলেরও নাম রয়েছে।
‘ডিফাইন্স’ নামক একটি টেলিভিশন শোতে অ্যালিয়েনরূপী মানুষের এ তালিকাটি তুলে ধরা হয়। তবে অ্যালিয়েনের পরিচিতি পাওয়া নিয়ে লেডি গাগা বা অন্যান্য তারকাদের মতামত এ পর্যন্ত জানা যায়নি।
আসলে বিভিন্ন অনুষ্ঠানে বিচিত্র পোশাকে অদ্ভুত সব লুক নিয়ে হাজির হওয়ার কারণেই হয়ত ব্রিটিশরা গাগাকে অ্যালিয়েনের নাম দিয়েছেন।