ফিল্মি ক্যারিয়ারে একজন প্রতিষ্ঠিত নায়িকা হিসেবে সোনম কাপুরের নাম করা যেতেই পারে। কর্মজীবনে সাফল্যের পর ব্যক্তিগত জীবনে 'সেটেল্ড' হতে চান অনিল কন্যা সোনম। এ মুহূর্তে 'মিস্টার রাইট'র খোঁজে রয়েছেন 'খুবসুরত' নায়িকা সোনম কাপুর। 'জি ক্যাফে'র টেলিভিশন শো 'লুক হুজস টকিং উইথ নিরঞ্জন'-এ এসে ২৯ বছরের অভিনেত্রী তার কর্মজীবন-ব্যক্তিগত জীবনের কিছু কথা, কিছু মনোবাসনা শেয়ার করলেন। বলিউড ডিভা সোনম বলেন, এ মুহূর্তে তিনি সিঙ্গল। তাই মিস্টার রাইটের খোঁজে রয়েছেন। ভবিষ্যৎ জীবনের কিছু ইচ্ছার কথাও বললেন, ছেলেমেয়েদের নিজ মুখে নিজের জীবনের গল্প-কাহিনী শোনাতে চান সোনম। তার বড় বোন প্রযোজক। তিনিও অভিনেত্রীর সঙ্গে একজন প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা প্রকাশ করেছেন।
অনিলকন্যা সোনমও পেতে চান তার 'মিস্টার রাইট'-কে। এখন শুধু অপেক্ষা। দেখা যাক কবে সোনম 'মিস্টার রাইট'র সন্ধান পান।