মঞ্চে রোজী সিদ্দিকীর যাত্রা শুরু 'থিয়েটার আরামবাগ' দিয়ে। মমতাজ উদ্দীন আহমেদের রচনায় ও পরিচালনায় সর্বপ্রথম তিনি 'সাতঘাটের কানাকড়ি' নাটকে অভিনয় করেন। ১৯৮৯ থেকে '৯৩ পর্যন্ত এই দলের হয়ে অভিনয় করেছেন মঞ্চে। এরপর ১৯৯৩ সালের ১৬ ডিসেম্বর বিয়ের পর থেকে তিনি ঢাকা থিয়েটারের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন। সেই থেকে এখনো এই দলের হয়ে কাজ করছেন। জনপ্রিয় এই অভিনেত্রী একক অভিনয় নিয়ে মঞ্চে আজ আবারও আসছেন। সন্ধ্যা সাড়ে ৬টায় হারুনুর রশীদের রচনায় ও শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় 'পঞ্চনারী আখ্যান' নাটকে তিনি একক অভিনয় করবেন। রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির এঙ্পেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন হবে। রোজী সিদ্দিকী বলেন, 'নারী বা পুরুষ নই আসুন আমরা সবাই মানুষ হয়ে উঠি। এ কথাটা উপলব্ধি করার জন্যই আসলে পঞ্চনারী আখ্যান নাটকটি দর্শকের দেখা উচিত। এর আগে নাটকটির ২৩বার মঞ্চায়ন হয়েছে। আমেরিকায়ও এটি দুবার মঞ্চায়ন হয়েছে। আমি ভীষণ সাড়া পেয়েছি দেশে-বিদেশে। আশা করছি, আজও সেরকম সাড়াই পাব।'
রোজী সিদ্দিকী অভিনীত তিনটি ধারাবাহিক নাটক এখন বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে।