২১ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন হবে 'বিশ্ব শান্তি দিবস'। দিবসটি বিশ্বব্যাপী পালন করবে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন 'মাস্টারপিস'। বিশ্বের ৫২টি দেশে ওপেন এয়ার কনসার্টসহ নানা মাত্রিক সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে সংগঠনটি। এরই অংশ হিসেবে বাংলাদেশেও একটি ওপেন এয়ার কনসার্ট আয়োজন করেছে 'মাস্টারপিস বাংলাদেশ'।
এ কনসার্ট হবে সিলেটের বিয়ানীবাজার উপজেলার পিএইচজি হাইস্কুল মাঠে। অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবি।